নির্বাচনী ‘প্ল্যাটফর্মে’ কার সঙ্গে যাবে এনসিপি?

Publish at: November 6, 2025 05:32 AM

নির্বাচনী ‘প্ল্যাটফর্মে’ কার সঙ্গে যাবে এনসিপি?

 সব আসনে উপযুক্ত প্রার্থী খুঁজে বের করার কাজও শুরু হয়েছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে নিয়মিতভাবে। তবে, আসন সমঝোতা কার সঙ্গে হবে, তা এখনও ঠিক করেনি এনসিপি।

 
 

আবার ‘গণভোট কবে হবে’— সে প্রশ্নে এনসিপির তেমন মাথাব্যথা নেই বলে দলের একাধিক নেতা জানিয়েছেন। তাদের ভাষ্যমতে, গণভোট নির্বাচনের দিনও হতে পারে, নির্বাচনের আগেও হতে পারে। তবে, এটিই মূল বিষয় নয়। চলতি মাসেই (নভেম্বর) দলীয় প্রতীকে প্রার্থীদের তালিকা প্রকাশ করবে দলটি। ফেব্রুয়ারির প্রথমার্ধে সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করে শক্তভাবে নির্বাচনী প্ল্যাটফর্মে দাঁড়ানোই দলটির মূল লক্ষ্য— ঢাকা পোস্টের কাছে এমন মতামত ব্যক্ত করেছেন একাধিক সিনিয়র নেতা।

এনসিপি’র যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, ‘নির্বাচনে চূড়ান্ত প্রার্থী কবে ঘোষণা করা হবে, সেটা এখন বলতে পারছি না। আমাদের কাজ চলছে। শেষ হলে ঘোষণা করা হব। তবে, ৩০০ আসনেই প্রার্থী নির্বাচনের কাজ জোরেশোরে চলছে। আমরা ধাপে ধাপে হয়তো এটা ঘোষণা করব। চলতি মাস (নভেম্বর) থেকেই শুরু করব।

 

সারাদেশে উপযুক্ত প্রার্থী বাছাইয়ে এনসিপির দায়িত্বপ্রাপ্ত নেতারা জেলা ও বিভাগীয় পর্যায়ে সফর করছেন। সম্ভাব্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার নিচ্ছেন এবং তাদের যোগ্যতা, জনপ্রিয়তা ও সাংগঠনিক অবস্থান যাচাই করছেন। দলের সিনিয়র নেতাদের ভাষ্যমতে, প্রতিটি আসনে এমন প্রার্থী মনোনয়নের চেষ্টা চলছে যিনি স্থানীয়ভাবে গ্রহণযোগ্য, সৎ, ত্যাগী এবং জনগণের পাশে থাকা রাজনীতিক হিসেবে পরিচিত

এদিকে, গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীক দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে নিবন্ধনের বিষয়ে দাবি-আপত্তি আহ্বান করে বুধবার (৫ নভেম্বর) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পাশাপাশি কারও দাবি-আপত্তি থাকলে ১২ নভেম্বর পর্যন্ত জানাতে বলেছে কমিশন। দাবি-আপত্তি নিষ্পত্তি হওয়ার পর চূড়ান্তভাবে নিবন্ধনের সনদ দেওয়া হবে।

Follow Us