কবরের মতো নিঃসঙ্গ কক্ষে আটকে রাখা হয়: সালাহউদ্দিন

Publish at: October 11, 2025 01:12 PM

কবরের মতো নিঃসঙ্গ কক্ষে আটকে রাখা হয়: সালাহউদ্দিন

কীভাবে তাকে গুম করে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছিল তার বর্ণনা ও স্মৃতি চারণ করেন ডকুমেন্টারিতে। এটি তার একান্ত ব্যক্তিগত কর্মসূচি বলে জানান কাইয়ূম চৌধুরী।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাবেক সভাপতি আবুল কাহের শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, ভিপি মাহবুবুল হক চৌধুরী সহ কয়েক জন নেতা। ।

২০১৫ সালের ১০ মে সন্ধ্যায় সিলেটের গোয়াইনঘাটের স্থল সীমান্ত তামাবিলে এই পথে ভারতের শিলং নেয়া হয় বলে দাবি করেন সালাউদ্দিন আহমদ।। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন নিয়ে ডকুমেন্টারি করা হচ্ছে। সেই ডকুমেন্টারির অংশের শ্যুটিং এ অংশ নিতে তিনি তামাবিল সীমান্তে যান।

২০১৫ সালের ১০ মার্চ গুম হওয়ার ৬৩ দিন পর তাকে ভারতের শিলং-এ পাওয়া যায়। শিলংয়ে আইনি জটিলতা ও মামলা মোকাবিলা করার কারণে তিনি প্রায় নয় বছর অবস্থান করেন। দেশে ফেরার পথ সুগম হয় ৫ আগস্ট, শেখ হাসিনার পতনের পর ৬ আগস্ট তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পান। ১১ আগস্ট তিনি দেশে ফিরেন।

Follow Us