আমিনুল ইসলাম, কক্সবাজার
অন্যকোন ঘোষণা না আসলে আগামী ১১ এপ্রিল সারাদেশে মোট ৩৭১ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন তফশিল ঘোষণার পর নড়েচড়ে বসেছেন ঘোষিত ইউনিয়নের আওয়ামিলীগ নেতারা।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফশিলে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ের নির্বাচনও অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। ফলে মাতারবাড়ীতে চলছে নির্বাচন মুখর পরিবেশ।
তবে দলীয় সরকারের আওতায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে মাতারবাড়ী ইউনিয়নের আওয়ামিলীগের সাবেক ও বর্তমান নেতাদের মনে ফুটছে আশার গোলাপ। যার কারণে মাঠ চষে বেড়াচ্ছেন তারা।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাদের মধ্যে যারা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তারা হলেন, বর্তমান সভাপতি জিএম ছমি উদ্দিন, জেলা পরিষদ সদস্য মাস্টার রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান এনামুল হক রুহুল, বর্তমান সাধারণ সম্পাদক আবু হায়দার। এছাড়াও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হতে চান বর্তমান চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ।
বার্তা বায়ান্ন কর্তৃক মাতারবাড়ী ইউনিয়নে চালানো জরিপে পাওয়া গেছে মিশ্র ফলাফল। অনেকের মতে বর্তমান চেয়ারম্যান কোনভাবে আওয়ামিলীগ প্রার্থী হতে পারেন না। আবার অনেকের মতে বর্তমান সভাপতি জিএম ছমি উদ্দিন হতে পারেন আওয়ামিলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী।
এছাড়াও জরিপে নাম এসেছে বর্তমান জেলাপরিষদ সদস্য মাস্টার রুহুল আমীন, সাবেক চেয়ারম্যান এনামুল হল রুহুল এবং সাধারণ সম্পাদক আবু হায়দারের নাম।
মোট ৮ হাজার মানুষের অংশগ্রহণে চালানো জরিপে মুক্ত মত প্রকাশ করেছেন ৭৫৬৭ জন। বাকী ৪৩৩ জন নাম প্রকাশ না করে মত প্রকাশ করেছেন।
জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ৩৬ শতাংশ বর্তমান সভাপতি জিএম ছমি উদ্দিনের নাম প্রকাশ করেছেন। ২৫ শতাংশ সাবেক চেয়ারম্যান এনামুল হক রুহুল। ২৪ শতাংশ মত দেন বর্তমান জেলাপরিষদ সদস্য মাস্টার রুহুল আমিন। ১০ শতাংশ বর্তমান চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহর নাম এবং সর্বশেষ ৫ শতাংশ মত প্রকাশ করেন বর্তমান সাধারণ সম্পাদক আবু হায়দারের দিকে।
স্থানীয়দের মতে, যেহেতু বর্তমান সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চলছে মাতারবাড়ী ইউনিয়নে। সেহেতু আওয়ামিলীগের নেতৃবৃন্দরা একজন সৎ ও সাধারণের মনে জায়গা করে নেওয়া ব্যক্তিকেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে নাম ঘোষণা করবেন।
অনেকের মতে দলীয় সরকারের আওতায় নির্বাচনে আওয়ামিলীগ প্রার্থীদের জয় অনেকটা সহজ হবে বলে মনে হলেও বর্তমানে মাতারবাড়ীতে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কয়েকজন। যারা ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন মানুষের মনে।
আপনার মতামত লিখুন post