আনিস নাঈমুল হক, রামু।
রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের বৃহত্তর পাঞ্জেগানা বাজারে অবৈধ দখলকৃত দোকান উচ্ছেদ করা হয়েছে ।
৮ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, রামু-মরিচ্যা আরকান সড়কের প্রশস্ত করনের কাজ চলমান রয়েছে।রাস্তাটির প্রস্থ ৩৪ ফুট করার জন্য রামু উপজেলা প্রশাসনের নেতৃত্বে ৩৮ শতক অবৈধ দখলকৃত বাজারের দোকান উচ্ছেদ করা হয়।
রাস্তার বর্ধিতকরন কাজে বাধাগ্রস্ত হওয়াতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা যায়।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, অবৈধ দখলদার ও ব্যবসায়ীদের ইতিপূর্বে দোকান ও সকল সরঞ্জাম সরানোর জন্য বলা হয়েছিল।তারা নির্দিষ্ট সময়ে না সরালে আমরা এ অভিযান পরিচালনা করি।
এছাড়া ব্যবসায়ী ও স্হানীয়দের সুবিধার্তে বিকল্প জায়গায় বাজার নির্মান করা হচ্ছে এবং ইজারাদারদের তা বুঝিয়ে দেয়া হয়েছে।
উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন,রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সরওয়ার উদ্দিন,রামু থানা পুলিশের টিম,রামু ফায়ার সার্ভিসের ইনচার্জ আনিছুর রহমান সহ ফায়ার সার্ভিস ইউনিট, বনবিভাগের কর্মকর্তারা ,আনসার ভিডিপি কর্মকর্তা,রামু বিদ্যুৎ অফিসের কর্মকর্তা, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান সহ প্রমুখ।
আপনার মতামত লিখুন post